Wed. Oct 23rd, 2019

এবার নিজের মা হওয়ার গুঞ্জনে যা বললেন কোহিলি পত্নি আনুশকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। অভিনয় করেছেন অনেক সুপারহিট ছবিতে। গত বছর ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

গত ১১ ডিসেম্বর ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী। তবে তাদের বিয়ের পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, আনুশকা শর্মা অন্তঃসত্ত্বা। এ জন্যই নাকি সম্প্রতি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি এ অভিনেত্রী। তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আনুশকা।

এ বিষয়ে আনুশকা বলেন, এটা সত্যিই অযৌক্তিক খবর। মা হওয়ার খবর আবার কখনও লুকানো যায় নাকি? বিয়ের খবর লুকনো গেলেও, মা হওয়ার খবর কখনও লুকানো যায় না।

এই অভিনেত্রি আরও জানান, তার হাতে এখন প্রচুর কাজ। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তার ছবি ‘জিরো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *