Wed. Oct 23rd, 2019

এরশাদের মৃত্যুতে তুরস্কের শোক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাস।

আজ সোমবার (১৫ জুলাই) এক বার্তায় এ শোক প্রকাশ করে ঢাকার তুরস্ক দূতাবাস।

এতে জানানো হয়, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। তুরস্কের একজন ভালো বন্ধু হিসেবে তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।একই সঙ্গে এরশাদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছে তুরস্ক দূতাবাস।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *